রোমানিয়ায় নিষিদ্ধ হতে যাচ্ছে হুয়াওয়ে!

২১ এপ্রিল, ২০২১ ০১:৪৯  
গত সপ্তাহে রোমানিয়া একটি নতুন আইন প্রস্তাবের অনুমোদন দিয়েছে যার মাধ্যমে দেশটিতে ফাইভজি নেটওয়ার্ক তৈরিতে নিষিদ্ধ হতে পারে হুয়াওয়ে। এটি ২০১৯ সালের ওয়াশিংটন চুক্তির সাথে সম্পর্কিত হওয়ায় আগামীতে হুয়াওয়ে ও রোমানিয়ার যেকোনো অংশীদারিত্ব নিষিদ্ধ হবে। দেশটির ফাইভজি নেটওয়ার্ক তৈরিতে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান বিদেশি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হতে পারবে না। সবারই স্বচ্ছ ও নিজস্ব মালিকানা কাঠামো থাকতে হবে। একইসাথে স্বচ্ছ কর্পোরেট অনুশীলন প্রতিপালনের আইনগত বৈধতা থাকতে হবে। বিলটি দেশটির সংসদের অনুমোদনের অপেক্ষায় আছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। ডিবিটেক/বিএমটি